বড্ড নোংরা লেগেছে আয়ুপথ জুড়ে
আসবে সময় সমাধান গন্ধমাটির সুরে।

মোটা চাল থেকে বাসমতীর এ জীবন
করেছি ওষুধসময়কে একান্ত আপন।

নানা অসুখ, তার মাঝে ভালোলাগা লেগে
এখনও অনেক শেখা, শিক্ষাগাছেই জেগে।

ফুলগন্ধের লেবুরা জেগে থাকে আজও
নস্টাল হতে পারলে, নেই কোন কাজও।

তুমি ছিলে আছো থাকবে, আমি-তুমি শাখা
জীবন মায়াময়, বাংলা ভাষা প্রেম মাখা।