আমার ভাবনারা চড়ুই নয়, নীরব চাতকের মতোই।
আঁকড়ে রেখেছি স্মারক পুরস্কার, এগিয়ে চলার হাসি।
মন্ত্ররা জেগে আছে সক্রিয়ভাবে,
লেখনির ছন্দে গদ্যে।
অনুচ্ছেদ পেরিয়ে এগিয়ে চলেছি, নীরবে।
আজ অনেক রাত নেমেছে দেখে
প্যাঁচার মতো লক্ষ্মীর খোঁজ না করে
চাঁদকেই দেখছি।
একটা দুটো ইঁদুর এদিকেও আসবে
নিদেনপক্ষে একটা বিষাক্ত গোখরো।