আগ্নেয়গিরি চুপ করে দেখতে থাকে,
এদিক ওদিক কিছু বিচ্ছুরণ
মানুষের আস্ফালন
উন্নতির মঙ্গলাভিযান।
সন্ধি, প্রত্যয়, কারক যাই হোক না কেন
আসল ব্যাকরণ লুকিয়ে
মৌলের গলিত তপ্ত চুম্বক ক্ষেত্রেই।
আগ্নেয়গিরি চুপ করে
অপেক্ষা করে
উত্তপ্ত ওভেনের মতোই।
সময় আসলে
পিৎজার স্বাদকে গ্রাস করে নেয় লাভা
সে লাভার অট্টহাসি তখন
আগ্নেয়গিরির অন্ধকূপের বিষযাত্রা।