শঙ্খ ধ্বনি বেজে ওঠে
সমুদ্র পাখি উড়ে যায়।
গানের সুরে লেগে থাকে
রবি ঠাকুরের অনন্যকথা।

তার মাঝে
বালি সময়ে
পদচিহ্ন,

রেখে যাওয়া শব্দগুচ্ছ।
ঘ্রান্ত এক জীবনকথা।

বিষাদপরিচয়।