ইলিশ চাইছে মন, চোখে চাই বিরিয়ানি,
স্বাদে জাগে চিলি চিকেন, ফ্রায়েডে রানি।
এটুকুই তো সাধ
জেগে ওঠা সবুজের ঘ্রাণ,
বাঙাল ঘটি নয়
সবসময় সুখাদ্যে টান।
স্বপ্ন যেমনই হোক, আজ জোমাটো জয়ী
একাই খাব এক প্লেন, কেন হবো বিনয়ী।
আমার লোভ হয়
একদিন কত কষ্টই করেছি,
মানুষ জন্ম একটাই
জীবনে কতটুকুই বা পেরেছি।