এই অন্ধকারে কী আর বিক্রি করবে
কী বা বিক্রি করা যায়,
এসো গল্প করি, পুরোনো কথা
নতুন ভাবনা, বেঁচে থাকা।
এসো বিক্রি করব সময়কে
তুমি আমার কাছে
আমি তোমার কাছে।