নীল আকাশে উড়ছে স্বপ্নকাব্য
থামছে না চুমুরা, স্থিতিজাড্য।
বিমান জুড়ে আকাশ মাতাল
বন্য বোহিমিয়ান ঐ সাওতাল
জড়িয়ে ধরছি আপন খেয়ালে
ভালবাসার কান্নায় চুপ আড়ালে
অহেতুক জটিল ছন্দ, মিষ্টি গন্ধ
খেলনা উড়ান ব্যাগভর্তি, নয় মন্দ।
ভালোবাসাগুলোকে আপন করেছে
ভালোবাসার জন্য রোজ মরেছে
স্বার্থক এ জন্ম, স্বার্থক এ মায়া
উড়ন্তকাব্যের নীচে বিমানছায়া।