আল্পনার গায়ে লেগে রক্ত
দূরে, অদূরে স্বপ্ন এখন শব।
লাশ হয়ে যাওয়া দেহ
দাহ হয়েছে দ্রুত, সব জেনেই
ক্রন্দন, রাজনীতির বেফাঁস।
ফাঁসীহীন সমাজ, বাঙালি জাতি
প্রতিবাদের নামে কী চাইছে
কীসের আবেগ, কিছুই জানে না।

আল্পনার মতো তিলোত্তমা
শুয়ে আছে, ভুল কেসের জালে।
পুলিশ কেস সাজিয়ে দ্যায়
ফাঁকগুলো জানে,
মানুষ সবই জানে
তবু প্রতিবাদ না করে করে
আজ এই অবস্থা
আজ এই দুর্নীতি।

ভোট এলে আমরা প্রতিশ্রুতিতে ভুলি
আবার ভাতা পেয়েও ভুল করি,
ভুলই করে যাচ্ছি চিরটাকাল
এক বারের জন্য বাংলাকে
বাঁচানোর চিন্তা করছি না।

শুধু দুদিন একটা ঘটনা নিয়ে বলে
কিচ্ছু হবে না,
সমাজের সর্বত্র প্রতিবাদ করতে হবে
শুধু ধর্ষণ নয় সর্বত্র বিশৃঙ্খলা।