আবেগ দিয়ে সূর্য দেখলে পুড়ে যায় জিভ
গণেশের রিং টোন নয়, চাই বাবা শিব।
ভগবানের হাত মাথায় রেখে গোল করে মেসি
মদ্রিচ গোল করলে, চালাতেই হবে যে এসি।
এভাবেই বিশ্বকাপ পেয়ে আনন্দঘন মন
চার বছরে একবার বাঙালির রাত্রিযাপন।
একা একা ঘরে তাই, হোয়াটসঅ্যাপ সঙ্গী
ছোটবেলায় থাকলে হতো কত অঙ্গভঙ্গী।
ব্রাজিল হেরেছে, তা বলে মেসি কেন পর
জার্মানরা গালি দেবেই, এটাই বিরুদ্ধ স্বর।
জেনে বুঝে বিদ্রোহ, লাতিনরাই জিতবে
সাদা চামরার অহং, ধীরে ধীরে মিটবে,
ওদিকে মরক্কো ভায়া, ফ্রান্সের চোখে
সাদানীলের কি বা যায় সে সবের শোকে!
সাদানীল জিতবেই কলকাতার রাস্তায়
রাজনীতির ডেডলাইন মিটবে সস্তায়।
পিসি আজ রাত জাগবে, অন্য টেনশনে
আমি আবার ক্ষেপাবো, জার্মান ইমোশনে,
মেসি গোল দেবে, জেরুডও দেবে কাল
রাত জেগে, কাজ পন্ড, বাঙালির সকাল।
চা মুখে ভগবানের হাত যেই জাগবে
মেসি মারাদোনা পেলের সাথেই থাকবে।
জয় হোক ফুটবলে, জেগে থাকুক মানবতা
ভগবানের হাত ফুটবলেরই শ্রেষ্ঠ স্বাধীনতা।