একটু আগেই বৃষ্টি নেমেছিল।
এখন রোদ্দুর।
এখন রোদের তাপে
পুড়ে যাচ্ছে অতীত।
ভবিষ্যতের বীজে
অঙ্কুরিত হচ্ছে পৃথিবীর মাটি।
শুনেছি এমন মাটি
গাছপালা দূরবিশ্বেও আছে,
আচ্ছা তুমি কী সেখানে
চলে গেলে!
তুমি কী চলে গেলে
সেখানেই কোন পাখিকে ভালোবাসতে!