ভিড়ের ভিতর খুঁজেছি নিজেকে
খুঁজেছি শরীর মধ্য,
কতকাল বেঁচে আছি সকলে
তার মধ্যেই গদ্য।

ভেসে চলা সময়, অস্তিত্বটুকুই শালুক
পদ্মের মতো পুজো দিনে - নীলান্তে ভাসুক।

হারিয়ে যাচ্ছি রোজ, সমুদ্রের মানুষস্রোতে
এসবের পরেও জীবন, আরও জানায় ছোটে।