একটা অন্ধকার সময়ে বেঁচে আছি।
এটুকু বলেই বৃদ্ধ বৃদ্ধা ফ্ল্যাটের দিকে চলে গেল।
আমি পার্কে কিছুক্ষণ বসে রইলাম।
জল নিস্তব্ধ। মাছ এখন আসছে না।
তবু হাত ধরে একজোড়া সবুজ প্রেম
এসে দাঁড়ালো, দূরত্ব রেখে।
হাঁটছিল। ওরা নতুন দিনের কথাও বলছিল।
সম্ভাবনা। কী করবে, স্বপ্নের হাসি।

এক যুগল অন্ধকার সময়ের কথা বলছিল
অন্য নব উদ্দীপ্ত প্রাণ দুটি স্বপ্ন দেখছে।
ভবিষ্যতের সম্ভাবনার।

আমি জিজ্ঞাসা করলাম, অ্যাব্রডে কোথায় সেটেল হবে!
তারা তো অবাক, বাইরে কেন, এই কলকাতা
কী দোষ করেছে! এখানেই যা করার করব।
ছেলেটি আমাকে যাওয়ার আগে বলে গেল
অন্ধকারে দাঁড়িয়ে আলোর স্বপ্ন স্পষ্ট দেখা যায়।

সবুজ প্রেমযুগল কেন জানি না কমলা নয়
বড্ড লাল, প্রাণবন্ত হয়ে উঠছিল,
ঠিক করলাম, কাল বৃদ্ধ যুগলকে গোলাপ দেব
গোলাপ ভরা উষ্ণ ভালোবাসা।