ভাবনার ফসিলস জমেছে পাক পুকুরে।
পদ্মবিলাসী লক্ষ্মী এখন
বারান্দার রোদে নাভীশ্বাস তুলছে।
ভাইরাল ভিডিওতে লক্ষ্মীর বদলে
খুঁজে নিচ্ছে আনন্দের খোরাক।
স্মৃতি সুখের জীবনে
এখন থাবা দিয়েছে
অসুরসম কিছু বিনোদন।
বিশ্বকাপের মতোই এই লোক দেখানো আনন্দ
নষ্ট করছে দূষিত চিন্তার পৃথিবীকে।
আরও দূষণ মাখছি রোজ।
মানুষ কমছে একশো চল্লিশকোটির ভারতবর্ষে।