জাত চলে গেল বলে
এখন আর কেউ চিৎকার করে না।
শুধু মৃত্যুর পরে
হরি বোল ওঠে, রাম নাম সত্য হে
কলধ্বনি উৎসারিত করে
অন্যজগতে।

মৃত্যুর কথা না ভাবলেও
সে ফিরে আসছে,
ফিরছে এই ভাঙা বাড়িতেই
কতবার আর সাজাবো
ভাঙা দেশ, নতুন করে...