অনেক কিছু খাওয়া হয়ে গ্যাছে
নতুন করে কী বা খেতে পারি,
জীবন আসলে এমনই প্রবাহমালা
মানুষ মায়াকেই ভাবে সে সংসারী।

অনেক কিছুই দেখা হয়ে গ্যাছে
নতুন করে কিছুই থাকে না দেখা,
এখন শুধু বিদায় নেওয়ার আগে
একটু আধটু নাকবিতাকে লেখা।

এসবের পরেও রয়ে যাবে বাকি
আমরা সকলে আরও পিয়াসী রোজ,
চলে যাওয়ার পরে কিছু থেকে যাবে
এদিক ওদিক ছড়িয়ে, সাথে মহাভোজ।

আবার আসব এসব পেরিয়ে আমি
মানুযের মাঝে অন্য কোন বেশে,
কবিতা লিখব অন্য ভাষায় মেতে
সাংকেতিক কোন চিহ্নকে ভালোবেসে।