ঝড় যেমনই আসুক, রয়ে যাও মনে
দূরে কাছে আজীবন, সংগোপনে।
সীমান্তে ঝড় এলে কেন পাও ভয়
বজ্র বিদ্যুতের আলোয় জাগছে সময়।
আঁতলামো লেগে আছে চাঁদ পাহাড়ে
আয়ুপথ সুস্থ থাকুক, স্বপ্নের বাহারে।
থেকে যাও সারাটি কাল, বৃদ্ধ বয়সে
রেঁধে দেবো তখন, ছন্দের পায়েসে।
এখন পাহাড়চূড়া, সমুদ্রের দ্বীপ বাকী
তুমি ছিলে আমাতে, ভীষণ লাকি।
একবার মুখ করো, বলো ঘুমাতে যাও
ভালো লাগে বার্থডে গার্ল, মন মাতাও।
কত শত লাইন লিখে যেতে পারি রোজ
আরে আজ তো জন্মদিন, দাও দেখি পোজ্।