কাজহীন কাজের চক্রব্যূহে ভেসেছি সাগর জল,
কিছুই চাই না আর, শুধু তুমি স্পর্শটুকু সম্বল।

জেগে আছি জীবন জুড়ে, জীবন তো মজাগুহা
শিব আসলে অন্তরস্থ চেতনা, অসীম শক্তি মহা।

তাচ্ছিল্য ছুঁড়েই চলেছে, সময় খুব কঠিন আজ
বুনোফুলে গন্ধ জানে, রয়েছে বাকী শত কাজ।

ভাঙা হাড়, কর্কটরোগ, শ্মশান ফেরত যাত্রী
ভোর আসবেই, কাটবে অমানিশার রাত্রি।

পাশে আছে সময়ই, পাশে আছে প্রিয়জন
জীবন পরীক্ষামূলক, উত্তর তো যাপন।

ভেসে যাব, মিশে যাব, তার আগে রইবে দাগ
রয়ে যাবে চিহ্ন, নামছন্দহীন ভাগশেষের ভাগ।