উত্তাল এক সময়ের মাঝে কবিতা পড়ছি ফোনে
সবাই তো প্রতিবাদী, কে আমার এ কথন শোনে!
পশুর মতো হত্যা করেছে, দেবী দুর্গারূপী মাকে
জন্ম মানুষের হলেও লোভ লালসা হিংসাই থাকে।
চিৎকার করছি, বিচার চাই, জাস্টিস একটাই শব্দ
সরকার যেমনই হোক, প্রশাসকরা আজ তো জব্দ।
মিথ্যার পর মিথ্যা সাজিয়ে ধামা চাপা দিতে চায়
লাটাই জনতারই হাতে, ধিক্কার হায় হায় হায়।
ক্ষমতা আর মসনদ সব নয়, রঙিন চশমার রানী
ভাতা পুরস্কারে শান্ত থাকব! এ তো মানহানি।
আমরা চিৎকার করছি, অনেক দিন ধরেই দেখছি
প্রতিবাদ কেমন করে করতে হয়, তাও যে শিখছি।
রাত দখলের লড়াই নয়, আমরা চাই বিচার হোক
শান্তি চাই মোমবাতিতে, মিটুক মা বোনের শোক।
পুরুষতন্ত্রের সমাজ হলেও, জেগে আছে মানবিকতা
জনসাধারণের ভদ্রতাকে শাসক, তুমি ভেবো না দুর্বলতা।