ফিরে তো আসতেই হয়, ফেরার দেশ এই বাংলা,
ধর্ম নয় মনুষ্যত্ব, এবার ধর্মবাজ সামলা।
ধর্ম ধর্ম করে যারা, তারাই কী ধর্ম মানে
মা বাবাকে কতটা সম্মান করে, সেটুকু জানে!
কারওর আবার গুরুজনে, বিস্তর রাগ জমে
ধর্ম ধর্ম করলেই কী সে সব দোষগুণ কমে!
আসলে মানুষ সুবিধালোভী, চালাকচতুর বটে
ধর্মের নামে মানুষ খুন চলছে, বুদ্ধিহীনের ঘটে।
ধর্ম আসলে মানুষ, মানুষের সেবাই সত্য
ধর্ম আসলে নিজ বিবেক, এটুকুই তো পথ্য
পারলে বাঁচাও প্রকৃতি, গাছ জল বড্ড দূষিত
মানুষের সময় শেষ হবেই, প্রকৃতি করেছে ঘোষিত।
কবিতার মতো কলম ধরেছ, বাকীটুকুও চাই
আমরাই জীবন, জীবন জুড়ে ভালোবাসা ভাবাই।