গন্ধের মৃত চামড়া
বুক গুলিয়ে উঠছে প্রত্যহ।
গন্ধের বিষাদ, কী ভাবে কাটবে
বাকী সময়, বাকী কাল
ছায়াহীন ভবিষ্যৎ।
মৃত্যুর গন্ধ,
বহুল প্রচলিত শব্দবাণী
আগেই বলেছিলাম গোছের।
এসব পেরিয়ে এলে
জন্ম নেবে নতুন জীবন
পথ তো নিজের মতো
নিজের সম্বন্ধীয়
বেঁচে থাকা।