আলো জ্বলে ওঠে মানুষ হৃদয়ে।
আলোয় জ্বলে ওঠে, নিদারুণ।
এসব আবার সকলে
দেখতে পায় না নীরবে।
অনেকে প্রতিবাদ করে,
কী হচ্ছে, কেন হচ্ছে,
কেউ ঘুমিয়ে থাকে
কেউ জেগে ওঠে।
আলো তবু জ্বলে।
বাঁচা মরার মাঝে
আলো জ্বলে।
কুর্নিশ জানানোর জন্যই তো
বেঁচে থাকা মানুষ জন্মে,
নিজে তো আর নিজের পিঠ
চাপড়ে দিয়ে বলব না
আমি শ্রেষ্ঠ!