আলোচনা হয়ে গ্যাছে। এখন ভাত ঘুম।
কেচ্ছা কেলেঙ্কারী, সব মেখে খেয়ে নিয়েছে দধিচির স্রোতে।
এখন ভাত ঘুম।
আচ্ছা এই দুপুরে এসি চালিয়ে ঘুমানোর সময়
বাঙালি তো রাতের মতো ঘুমের ওষুধ খায় না,
তাহলে এই ঘুম কী আলোচনার ফলশ্রুতি...

অজানা এক উত্তরের খোঁজে
দিন রাত দিন সবই ভূমিকম্পের মতো
উষ্ণ হয়ে ওঠে মৃতদেহের গন্ধ মাখা সান্ধ্য মুড়িতে।
আজ তেলে ভাজা নয়,
রক্ত ভাজা খাবে বাঙালি।

সমস্ত গাছ কেটে বাঙালি সিঙ্গুর না হোক
একটা কলকাতা বানাতে চাইছে।
একটা সিংহাসন
একটা রাজা
একটা মন্ত্রী

আর কেউ নেই দাবার চৌষট্টি ছকে,
ছকবিহীন ছন্দ কেবল গুনছে সময়।
আলোচনা হয়ে গ্যাছে। এখন ভাত ঘুম।