বৃষ্টির সাথে বন্ধুত্ব করতে শিখলে
অনেকটা জীবন বৃষ্টিতে ভিজতে ভিজতে
রবীন্দ্রনাথ পড়া যায়।
জীবন তো সাজিয়ে রাখা ব্যাংকব্যালেন্স নয়
বাইশে শ্রাবণের মতো একদিনের অনুষ্ঠান নয়
জীবনদেবতার দর্শনে দীক্ষিত
রবীন্দ্রনাথের মতো এক একলা সন্ধ্যা।
মানে বুঝতে চাইলে
বোঝাতে পারব বলে রবীন্দ্রনাথকে
জীবন বন্ধু ভাবিনি।
ভাবনার ঊর্দ্ধে এক ভাবনা
ক্ষুদ্র আমি থেকে বৃহতে চেতনা
অবস্থান করে, অবস্থান করে অনুচ্চারিত সত্য।
রবীন্দ্রনাথ ঠিক সেখানে অপেক্ষা করছে,
নীচে গুছিয়ে বসে আছে এক জাতি,
এক বাঙালি জাতি।
রক্ত দ্বারা অর্জিত মাতৃভাষার লড়াইয়ে
যারা প্রাণ দিয়েছিল,
তাঁদের উত্তরসুরীরা।