ঝড় শেষ হলে
আরোগ্য লেগে থাকে
স্বপ্নসংকল্পে।

অনেক দিনের ইচ্ছাডানা
ধীরে ধীরে নিড় খুঁজে পায়
বসন্ত থেকে শীতে।

দুর্বোধ্য জনঅরণ্যে
নিজেকে চিনে নিতে
প্ল্যাটফর্ম সংগীত গেয়ে ওঠে
বাউল মন।

এভাবে সন্ধ্যা নামে বা সকাল হয়