সুবিধা চাইছি রোজ, সুবিধারও সুবিধা
বুঝিনি মানুষের নখদাঁত, সবটুকু বাঁধা।
ভোর নয়, এখন দুপুর রোদময় ক্লান্তি
জীবন এমনই হয়, অসহ্য এক শ্রান্তি।
কিছুই না লাগা ভালো, দীর্ঘ আটকে থাকা
এসবের পরেও বেঁচে আছি, ভালোরাখা।
অনেক কাজই অসম্পূর্ণ রয়ে যাবে জানি
আসলে আমরা মানুষ নয়, বাঙালি প্রাণী।
না জেনেও অহংকার করি, প্রকাশ করি রোজ
কেউ নেয়নি আজও, জীবনের মহা খোঁজ।
তবু বেঁচে আছি রাজার মতো আত্মগ্লানি
কবে হবো আমরা আত্মার আত্ম সম্মানি।