একটাই পাহাড়।
বারংবার ওঠার চেষ্টা করছি।
চেষ্টা করছি, কেবল চেষ্টা।
উঠেও গেলাম।
পছন্দ হলো না।
এখন আবার উঠছি।
না ভালো লাগলে
আবার উঠব।
একটা পাহাড়,
একাধিকবার উঠব।
না ভালো লাগা মৃত্যুর দিকে
এগিয়ে যেতে যেতে
বার বার উঠতে থাকব।
যেমন করে পৃথিবী
এগিয়ে চলেছে উন্নতির অর্থনীতিতে।
লোভদেরই মৃত্যু অনিবার্য।