এক গ্লাস কবিতা পান করেছি।
অনেক আশীর্বাদ, লেগেছে জীবন্ত আগ্নেয়গিরিতে।

এবার ঘুমিয়ে থাকার পালা।
ঘুমাতেই হবে অনিবার্য কারণে।
কারণবশত ঘুমানোর আশীর্বাদ করেছে
বিশ্বব্রহ্মান্ড।

কিছু আকরিক কণা, কিছু রসায়ন ও পদার্থ বিদ্যা,
চাঁদের বুকে লুকিয়ে থাকা আকরিক কণা,
জীবন তো অ্যালরিদম নয়,
বাস্তবের অন্ন উপার্জন দরকার, বিশেষভাবে।

কবিতা পান করে ঘুমাই। অনেক কাজ বাকী
এ জীবনের অস্তিত্বে।