এত সুখ পেয়েও আরও চাইছি।
সুখ কতটা পেয়েছি!
পাইনি তেমন কিছু।
কেন সুখ পাইনি, পাব না কিছুই
সে সব না ভেবেই
অন্যের উজ্জ্বল ছবি দেখে
জেগে উঠছি পাগলের মতো।

সুখ জেগে উঠছে।
সুখ।

আশা মিটছে না।
বছরের পর বছর
আশা ছাড়তে পারছি না।