আশ্চর্য মায়া ভ্রম তৈরি করেছে
কবিতাহীন গ্রহে।
নব উদ্দীপনা, সরঞ্জাম টেবিল
নদী পথের ছন্দ কথা,
একটা ভ্রমর সন্ধ্যা
জানিয়ে দিচ্ছে
আগামীর কথা।
নিরুতাপ, নিবেশিত।

এরপর রাত নামলে ঘুম নামে,
ঘুমের স্বপ্ন নামে ও সকাল হয়।
সুপ্রভাত জানাই,
আজ আর টেবিলভ্রমের কাল্পনিক গল্প নেই।

কেবল একা একা ওয়েব সিরিজ বা ক্রিকেটের ফাইনাল।