তোমার কাছে চাওয়া হয়নি,
চাওয়া হয়নি,
কেন চাইব।
চাওয়ার বিষয়গুলো
কেমন ধুমায়িত হয়ে যায়।

আমরা বেঁচে থাকি
চাই।

কিন্তু কেন চাইব।

যদি পাওয়ার হয়,
সে আসবে
কালো আকাশে চাঁদের মতোই...