এই উৎসবের মাঝে তুমিও আছো।
এলোকেশ, সিঁদুর টিপ, হাসি মুখ
চিৎকার করা তিস্তার মতো তুমি আছো।
ঐ যে বিশ্বকাপে কে জেতে কে হারে
তার মাঝেও তুমিই আছো চিরটিকাল,
তুমি শুধু বোঝো না আমার কলমে
কোন কোন বেশে, রূপের কারুকার্যে
উঠে এসেছ বারংবার, লেখনি স্নিগ্ধতায়।
তুমি আর আমিতেই যদি মহাবিশ্ব শেষ হতো
সুন্দর হতো জাগ্রত ইতিহাসের পরিসমাপ্তি,
কিন্তু দ্যাখো, কেউ চাঁদে সূর্যে মঙ্গলে খুঁজছে,
কী খুঁজছে বলো তো, ভালোবাসা নয় ওসব
ওদের লক্ষ্য আরও সম্পদ, আরও ক্ষমতা,
আচ্ছা, ওরা কী কাউকে ভালোবাসেনি অর্পিতা!
একবার ওদের সামনে গিয়ে তুমি বলতে
এই সব যুদ্ধ করে নয়, ভালোবেসেই সম্ভব
এ জন্মকে বিস্তৃত করে দেওয়ার জন্য...
আসুন একবার এই করলাভ্যালিতে
দেখে যান ভালোবাসার স্বপ্নরা এখানে
খেলা করছে বাস্তবতায়, নেই পরাবাস্তবতা।
দীর্ঘকাল লিখে গেলেও শেষ হবে না তুমি
তুমি এতটাই বিস্তৃত যাত্রা পথের সঙ্গী।
উফ্, কী করছেন মোবাইল নিয়ে,
একটু শুনুন না আপনারা,
আমি অর্পিতা পড়ছি, অর্পিতা বলছি
এখন নাই বা দেখলেন - কে হারল, কে জিতল...