আরম্ভ হয়েছিল অনেক বছর আগেই।
অনেক দিনের কথারা
জেগে উঠেছিল, ভাবনার আগ্নেয়গিরিতে।
এসো, নতুনের আশায়
আরম্ভ করি।
আরম্ভ হোক, বেঁচে থাকার।
বাঁচিয়ে রাখা আর্তনাদ
জেগে উঠল, ভাবনায়।
আরম্ভহীন আরম্ভ
সম্পূর্ণ হোক আজ পূর্ণ মুহূর্তের মিলনে।