খুঁজে পাবে কিনা জানি না,
হেঁটেই চলেছি একার মতো
নিজের অরণ্য সভ্যতায়।
সবুজ বনানী। তীব্র মূল্য ভাবনা।
জলস্রোতের শব্দ, পিপাসা কমিয়ে
ঘুমের আচ্ছাদন দিচ্ছে
মাংস খাওয়ার পরে।
এসো কোলাহল, এসো স্নিগ্ধতা
আমাকে গ্রাস করো।
ধরতে হয়তো পারবে
কিন্তু এই জঙ্গলপ্রাণ দিতে পারবে না।
বন্য লাবণ্য, তীব্র জ্যোৎস্নার মাঝে
এক জীবন অনন্যবোধ।