অনেকটা রাত নেমে এসেছে, অনেকটা
রাতের গভীর।
আততায়ী আসছে
রক্ত ছড়িয়ে দেবে আবিরের মতো
আমাদের জীবন উন্নতির মাঝে।

এখানে ট্রাম্প নেই
এখানে তরল সোনা নেই
এখানে আছে কেবল ধর্ম
ধর্মের নামে শিক্ষা
আর শিক্ষার নামে দুর্নীতি।

অনেকটা রাত নেমেছে পৃথিবী জুড়ে,
সূর্যকে গিলে খাচ্ছে সত্য,
ভরতি হয়ে যাচ্ছে চারিদিক
মিথ্যার জটিল ধাঁধায়।