অনেক প্রহর জেগেই আছি
ছায়া রোদের মাঝে,
ঘুমহীন, মাথার ভিতর রাগ
ঘৃণ্যতর হয়ে উঠছে।
ভয় পাচ্ছি, সাহসহীন ভয়।
সাহস, সে তো কবেই
চুপনীতিতে ভুলেছি।
এখন দেখছি
জানলার ফাঁক দিয়ে,
আরশির মাঝে রোদ জ্যেৎস্নায়
মানুষ হেঁটে চলেছে,
ঐ তো আমার মা, বাবা, বোন
পরিজন সকলেই হাঁটছে,
আমি শুধু বসে বসে
কবিতা লিখতে চাইছি,
সাহসহীন খাতাপথে।