বন্ধ করে দেওয়া ভালো,
অনেকক্ষণ খুলে বসেছিলাম।
একটা জীবন।
একটাই জীবন, খুলেই বসেছিলাম,
এবার বন্ধ করে দেওয়া ভালো।
বন্ধ না করে উপায় নেই,
শুরুর শেষ থাকে,
শেষের শুরু থাকে।
জীবন তো শেষ হবেই,
মহাপুরুষ হাতে গোনা,
মানুষই বেশি।
তার চেয়েও বেশি অনেক মুখোশ।