অন্ধকারের আজ
শব্দ ছন্দে
জমে যাচ্ছে।

ধ্বংস পৃথিবীর বুকে
অবুঝ কিছু টাকা গাছ
জেগে আছে।

মানুষহীন পৃথিবী
প্রকৃতিময় টাকাগাছ
আর
মানুষের বিসর্জন।