এখন তিস্তার বন্যাজল গন্ধহীন স্থবির
শীতের মরুপ্রান্তরে বসেছি শান্তি অপেক্ষায়।

করলা নদীর জল অতীতের জন্মবৃত্তান্ত
এখন গিলে খাচ্ছি স্নিগ্ধতার বৃষ্টিকাল।

ক্লাসে মধ্যমানের চোখগুলো আসলে ঈশ্বরলোভী।