আমরা সকলে জেগে থাকি স্মৃতিগাছে হেলান দিয়ে,
ফিরে তাকাই বর্তমানে আধো কথা, নরম স্পর্শ,
দুষ্টুমির সে সব ছোট্টবেলা, নামডাকের গুরুজন
এখন চুপ করে দেখছে আর উপলব্ধি করছে
বাবা জীবন, মা জীবন, শৈশব কোলাহল
ভাই বোন, আনন্দ, উৎসব, বেঁচে থাকা
সব মিলে মিশে যায় শিশির ভোরের হেমন্তে।

গঙ্গার ধারে রৌদ্র ধীরে ধীরে অস্ত যাবে
স্কুলের পড়া নিয়ে বসতে হবে,
সে মেয়ে আজ মা, সেই দুষ্টু খেলা
আজ সত্য খেলা, চোখে জলচিকচিক

গঙ্গার দূর স্টিমারে লেগে আছে সময়প্রদীপ,
তুলসীমঞ্চে জেগে উঠছে শঙ্খধ্বনি,
ছেলে এসে বলে, 'মা আরেকটু খেলা করি!'