এই পুকুরে মাছ এসে খেয়ে যায়,
রোজ খেতেদিই আমার মতো করে।
একদিন ছেলেটি এসে বলল
কম খেতে দিন,
এত পরিমাণ খাবারে
জলে নাইট্রোজেন বাড়ছে।
মাছ মরে যাবে।
জলের সাথে সামঞ্জস্য রেখে
খেতে দেওয়ার কথা বুঝলাম না।
পুকুমে মাছের দল বেড়ে উঠছে
এটুকুই নজর দিলাম।
তারপর একদিন সব মাঝ
প্রখর গরমের মাঝেই
ভেসে উঠতে শুরু করে দিল।
হায় হায় রব উঠল।
বুঝলাম ভুল করেই চলেছি,
ভুল করেও শিখতে চাইনি।
এখন আবার নতুন করে
মাছ ছেড়ে দিয়েছি পুকুরে।
জল অনুসারে খাদ্য
আমার মনের ইচ্ছা না পূরণ হলেও
সব মানিয়ে গুছিয়ে নিয়েছি।
আমরা এখন ভালো আছি,
অতিরিক্ত ভালোবাসতে গেলে
ভালোবাসার অন্ধকারাচ্ছন্ন কিছু বিলাশ
গ্রাস করে নেয় সমস্তটুকু,
এটুকু বুঝেছি বলেই ছেলেটিকে ডেকে
শুভাশিষ জানিয়েছি।
ছেলেটিও এখন মাছের সাথে মিশে
পুকুরের জলেই খেলা করে।
আমরা ভালো আছি,
আমরা ভালোই থাকি।