আমরা জেগে উঠে দেখি
খাবার টেবিল,
বিরিয়ানির গন্ধ আর জেগে থাকা তুমি
এলোকেশ বেয়ে নদীর মতো
ছড়িয়ে দিচ্ছে স্রোতের গন্ধ।
আশ্চর্য এক হাসি চোখে
আবার ঘুমালাম।
জাগা আর ঘুমের মাঝে
তৃপ্ত এক খাবার টেবিল
রয়ে যায় এক জীবনে।
অনেক জনের মাঝে একমাত্র শুভকামনা।