মেহের আলির সাথে দেখা হয়নি বহুকাল
সব ঝুট হ্যায় বলেই নেমে এলো সুসকাল।
তফাত যাও, তফাত যাও! শুয়ে আছি চুপ
ঠান্ডা গরমের দিনে পথ্য এই আদর স্যুপ।
দুর্যোগের দিনেও ভালো থাকার কথাই বলি
সেও জানে আমার ঠোঁটে কবিতার নামাবলী।

এখন রোজ হাঁটাহাঁটি করি, জল যেন সঙ্গী
ব্যায়ামের মতো কারসাজি ছন্দের অঙ্গভঙ্গী।
কেন জানি না, এত কিছু পেয়েও আরও চাই
কিভাবে জীবনকে এ ভাবে আমি আজ ভাবাই।
পাঞ্জাবী শাড়ি, বসন্ত শেষে নববর্ষ যে কাছাকাছি
আজ চেঁচিয়ে বলতে ইচ্ছে করে ভালো আছি।