ঘুমন্ত রাতের মতো জেগে উঠছে
সম্ভাব্য প্রথম দিন,
স্বপ্নে দেখা এ সমস্ত আলো
দেখতাম কারখানার গন্ধমাখা চুমুতে।
সবাই এ কলমের কালি মাখা কাগজ
চোখের কোণাতে জমে থাকা কান্না
কিচ্ছুতেই বুঝতে পারবে না।

আমি আজও লাইফবয় সাবান মেখে
নিজেকে বোঝাই,
করলা নদীর ধারেই আমি বসে আছি
ছোট্ট বালকটির মতো।

পাশে বসে আছে আমার বাবা ও আমার সন্তান।