আলতোজীবন জেগে ওঠে
জেগে ওঠার মতো করেই।

স্বপ্নগুলো চিরস্থায়ী
জীবন্ত কোলাহল
মাস্তুলস্বপ্ন
সবই মায়াময় হয়ো ওঠে

অমরত্বের আশায়,
আলতো জীবনের
বৃষ্টিশীতে।