আলস্য জমেছে হৃদয় জুড়ে।
কিছু মলিন শ্যাওলা
রোদ নরম দিন
শীত ভাবনার ফুলকপি
জমাট বাঁধছে শীত রাতে।


এক দুটো গান আবার কবিতা হতে চাইছে।

সব কিছুকে ভালো করার ম্যাজিকে
হারিয়ে যায় প্রাণ
ভয় মাখে আখের রসের জীবন।