সীমা পেরিয়ে যাচ্ছে জীবন।
অন্ধকার হচ্ছে জীবন।

জীবনে আলো কোনদিন ছিল?
উত্তরহীন হেঁটে চলেছি
হেঁটেই যাব

ধর্মহীন সীমা পেরিয়ে
এগিয়ে যাব...

আলোর দীশায়।