এখন রাত শেষ,
পাখিরা জাগবে প্রকৃতি নিয়মে।
এভাবে ঘুম চোখ,
আত্মবিনিয়োগের জীবনীরচনা
সমস্ত অসমাপ্ত রেখেই
ভোর শব্দের শুভেচ্ছারা
স্বপ্নপ্রজাপতি হবে।
ভিড় ঠেলে কেউ কেউ
খবর নেবে স্বশব্দ সকালে
এই শরত বৃষ্টি কার ফ্ল্যাটে
শোক শব্দ?
এখনও রজনীগন্ধা হাওড়া থেকে আসেনি,
ধূপের গন্ধ শুরু করেছে শেষ প্রস্তুতি।