দীর্ঘ অন্তরালের শেষে
সময় দিতে হয়
সূর্য আয়নার বিকেলে।
পৃথিবীর শেষ কী শুরু
সে বিচার আমার নয়
আমি পাঠক বা গবেষকও নই।
কেবল বয়ে চলা নৌকোর দিকে তাকাই।
ঢেউয়ের নানা রূপ
স্পর্শ করে পায়ে,
এক বিকেল দাবদাহের চেয়েও সুন্দর
আমার চিতা কাঠের গন্ধ
পোড়া পাটকাঁঠির মতো
আকৃষ্ট জীবন।