ওই হৈমন্তি বিকালের কথায়
লুকিয়ে রয়েছে নিদারুণ ইতিহাস।
কাশ্মীরের গন্ধ,
সেই সূর্য ডোবা বিকেল
সেই পাইন গাছ
তীব্র ঠান্ডা।
এখন বড্ড শীত
একাকীত্বের মাঝে
চেপে ধরে এই গলদঘর্ম সমাজে।
কিছু বলতে গেলেই ভয় করে
ঐ বুঝি কত শত তন্ত্র মন্ত্র
গ্রাস করবে।
আর বেদনা নিতে পারি না,
এখন হাসতে চাই, শান্তিতে।