উত্তাপ বাড়লেও
শীতলতা জীবন জুড়ে,
বেঁচে আছি আমরা
মরা বাঁচার সুরে।
আকাশ তুফান মাঝেই
ভালোবাসা জেগে,
এলোচুলে কিছু কথা
যাও না যে বলে।

উত্তাপ বাড়ছে
শীতল তবু এ পীঠে,
ঘুম দাও জোড়সে
মোলায়েম আকাশ সীটে।